দিল্লিতে শেখ হাসিনার সাথে জাতিসংঘের টিমের বৈঠক, যা জানা গেল

সম্প্রতি ‘ব্রেকিং নিউজ, দিল্লি তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, জাতিসংঘের টিম বৈঠক করছে এবং খুব তাড়াতাড়ি দেশে ফেরার আশ্বাস দিয়েছেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে ৷
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি দিল্লিতে শেখ হাসিনার সাথে জাতিসংঘের প্রতিনিধি দলের বৈঠকের কোনো ঘটনার নয়, বরং এটি ২০২৩ সালে যুক্তরাজ্যে স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক দলীয় প্রধান শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনার ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Ziaul Amin Jewel’ নামক ফেসবুক চ্যানেলে ২০২৩ সালের ০৩ অক্টোবর ‘যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি কে লন্ডনে নাগরিক সংবর্ধনা।’ ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ২ মিনিট ২৫ সেকেন্ড দৃশ্যের হুবহু মিল খুঁজে পাওয়া গেছে৷
পরবর্তীতে, উক্ত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইলেকট্রিক গণমাধ্যম ‘SOMOY TV’ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০৩ অক্টোবর একই ঘটনা নিয়ে প্রকাশিত ভিন্ন ফ্রেমের একটি ভিডিও খুঁজেপাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২ অক্টোবর (২০২৩) যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকার ম্যাথডিস্ট চার্চ হলে নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করে।
একই বিষয়ে সেসময় দেশের মূলধারার একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদনে (১, ২,৩) প্রকাশিত হয়।
সুতরাং, সাম্প্রতিক সময়ে ভারতে দিল্লিতে শেখ হাসিনার সাথে জাতিসংঘের প্রতিনিধি দলের বৈঠকের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।