বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে নয়ন নামের এক যুবক আহত হয়েছেন। রোববার (২ মার্চ) রাত ৮টার দিকে নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবদল নেতার নাম সুরুজ গাজী। তিরি নগরীর ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকদিন আগে সুরুজ ও প্রতিপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে আজ সন্ধ্যায় পুনরায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে সুরুজের ওপর হামলা চালায়।

এ সময় সেখানকার দোকানি নয়ন তাকে রক্ষা করতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।