সাভারে দিনে-দুপুরে যাত্রীদের জিম্মি করে ডাকাতির অভিযোগ

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় ফের দিনে-দুপুরে দেশীয় অস্ত্রের মুখে বাসে যাত্রীদের জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এসময় ডাকাত সদস্যরা যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। আজ রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নাজমুল হাসান নামে এক যাত্রী জানান, গাজীপুরের চন্দ্রা থেকে মিরপুরগামী রাজধানী পরিবহনের যাত্রীবাহী বাসটব্যাংক টাউন এলাকায় পৌঁছালে যাত্রীবেশে বাসে থাকা দুই ব্যক্তি বাস থেকে নামার জন্য বাসটি থামাতে বলেন। এসময় ওই দুই ব্যক্তি বাস থেকে না নেমে উল্টো আরও ২–৩ জনকে বাসে উঠিয়ে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন, টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র লুট করে ৩–৪ মিনিটের মধ্যে বাস থেকে নেমে যায়।
বাসটি অন্তত ২০-২৫ জন যাত্রী ছিল জানিয়ে এই যাত্রী আরও জানান, ডাকাত সদস্যরা বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার পর বাসের চালক যাত্রীসহ বাসটি চালিয়ে মিরপুরের উদ্দেশে ছেড়ে যায়। পরে রাজধানীর টেকনিক্যাল মোড়ে বাসটি পৌঁছালে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুরো বিষয়টি জানানো হয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম জানান, প্রকৃত ঘটনা জানতে যে বাসের মধ্যে এই ঘটনা ঘটেছে সেই বাসের যাত্রী, চালক ও সহকারীর সাথে যোগাযোগের চেষ্টা চলছে। ঘটনায় জড়িতদের আটকে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ একযোগে কাজ করে যাচ্ছে।
এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে একই কায়দায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় শুভযাত্রা নামে আরও একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে।