ঘোষণার দুই ঘণ্টা পর স্থগিত করা হলো ছাত্রদলের কমিটি

কেন্দ্র থেকে ঘোষণার দুই ঘণ্টার মধ্যেই স্থগিত হলো ছাত্রদলের ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ (কেএম) কলেজ শাখার কমিটি। গতকাল শনিবার (১ মার্চ) রাত ৯টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছির স্বাক্ষরিত ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত ২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. আবিদ শিকদারকে সভাপতি ও আরাফাত মুন্সীকে সাধারণ সম্পাদক করে ঘোষিত কমিটির সিনিয়র সহসভাপতি একজন, সহসভাপতি সাতজন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একজন ও ছয়জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। এ কমিটি ঘোষণার দুই ঘণ্টা পর রাত ১১টার দিকে কমিটি স্থগিত ঘোষণা করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদমর্যাদার দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফরিদপুর জেলা শাখার অধীনস্থ সরকারি কাজী মাহবুব উল্লাহ (কেএম) কলেজ ছাত্রদলের ঘোষিত কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আজ (শনিবার, ১ মার্চ) এ নির্দেশনা প্রদান করেন।