সহবাসের মাধ্যমে রোজা ভেঙ্গে গেলে করণীয় কী?

রোজা’ বলা হয়, ‘খাওয়া, পান করা এবং যৌনসম্ভোগ -এ তিনটি কাজ থেকে নিয়তসহ বিরত থাকার নাম হলো সাওম। (আল বিনায়া শরহে হিদায়া, ৪/৩)।
সুতরাং উক্ত সময়ে পানাহার ও স্ত্রী-সহবাস থেকে বিরত থাকা ফরজ। তবে ইফতারির পর থেকে শুরু করে সুবহে সাদিকের আগ পর্যন্ত পানাহার ও স্ত্রীর সঙ্গে সহবাস হালাল।
কোনো ব্যক্তি যদি রমজান মাসে দিনের বলা রোজা অবস্থায় সহবাসে লিপ্ত হয় তাহলে সে গোনাহগার হবে। এবং তার উপর কাযা ও কাফফারা আবশ্যক হবে।