সবার আগে রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

সবার আগে রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

সবার আগে পবিত্র রমজান মাসের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া। শনিবার (০১ মার্চ) থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হবে। অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিজ্ঞানের দেয়া তথ্যানুযায়ী এ তারিখ ঘোষণা করেছে। খবর খালিজ টাইমস অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি সিডনির আকাশে স্থানীয় সময় সন্ধ্যায় ৭টা ৩২ মিনিটে পবিত্র রমজান মাসের চাঁদ উঠবে এবং ৭টা ৪৪ মিনিট পর্যন্ত এ চাঁদ দেখা যাবে।

 ১২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে দেখা যাবে। অপরদিকে পার্থ শহরে নতুন চাঁদটি ৭টা ৮ মিনিটে অস্ত যাবে। সেখানে সূর্যাস্তের পর চাঁদটি আকাশে আরও ১৬ মিনিট অবস্থান করবে। রমজান মাস শুরু হওয়ার ঘোষণা দেওয়ায় আজ শুক্রবার রাতে দেশটির সবগুলো মসজিদে তারাবির নামাজ পড়া হবে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রমজানের চাঁদ অনুসন্ধান করা হবে। ইসলামের জন্মভূমি পবিত্র নগরী মক্কায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর থেকে চাঁদ দেখার তোড়জোড় শুরু হবে।