রামপুরায় বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু, বাসে আগুন

রামপুরায় বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু, বাসে আগুন

রাজধানীর রামপুরায় রমজান পরিবহনের একটি বাসের চাপায় আলী হোসেন তালুকদার (৩৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভাঙচুরের পর বাসটিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রামপুরার হাজিপাড়া পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের আব্দুল আজিজ তালুকদারের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকায় থেকে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে হাজিপাড়া পেট্রোল পাম্পের সামনের রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আলী হোসেন। ওই সময় রমজান পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে বাসের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটির কোনো লুকিং গ্লাস ছিল না। ঘটনার সময় মোটরসাইকেল চালক আলী হোসেন বারবার হর্ন দেয়ার পরও বাসের চালক সেটিতে কর্ণপাত করেননি। এছাড়া অনেক আগে থেকেই ফুটপাতের দিকে মোটরসাইকেলটিকে চাপ দিচ্ছিলেন বাসচালক। একপর্যায়ে মোটরসাইকেল নিয়ে পড়ে গেলে একই বাসের চাকার নিচে পিষ্ট হন আলী হোসেন।

পরে উত্তেজিত জনতা ভাঙচুরের পর বাসটিতে আগুন ধরিয়ে দেন। একপর্যায়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

রামপুরা থানার উপ-পরিদর্শক মো. আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে।