তর্ক-বিতর্ক করতে গিয়ে দেশে যেন স্বৈরাচার সুযোগ না পেয়ে বসে : তারেক রহমান

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তর্ক-বিতর্ক করে করতে গিয়ে দেশে যেন ক্ষতিকর পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, “বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক-বিতর্ক হবে, এটা রাজনীতির একটি অংশ। তবে আমাদের খেয়াল করতে হবে, তর্ক-বিতর্ক করতে গিয়ে দেশে যেন এমন পরিস্থিতির উদ্ভব না হয়, যাতে করে সেই স্বৈরাচার অথবা যারা বাংলাদেশের ভালো চায় না এমন কেউ সুযোগ পেয়ে বসে।”
সোমবার খুলনা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এসময় তিনি বলেন, “গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে বিএনপির সকলকে অব্যাহতভাবে চেষ্টা করতে হবে যাতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে। যেকোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়।”
তারেক রহমান বলেন, “আমরা যদি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বাংলাদেশ যে খাদের কিনারে চলে গেছে সেখান থেকে উঠিয়ে আনতে সক্ষম হব।”
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী নেতাকর্মীদের ওপর দমন পীড়নের কথাও তুলে ধরেন বিএনপি নেতা তারেক রহমান।