শেখ হাসিনা ও রেহানার রিসোর্টের কেয়ারটেকার হাবিবুর গ্রেপ্তার

শেখ হাসিনা ও রেহানার রিসোর্টের কেয়ারটেকার হাবিবুর গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ফাওকাল রিসোর্টের কেয়ারটেকার হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্টের আগ পর্যন্ত কেয়ারটেকার হাবিবুর পরিবারসহ ওই রিসোর্টে থাকতেন। তবে ৫ তারিখের পর থেকে আত্মগোপনে চলে যান তিনি। এরমধ্যে গত সপ্তাহে ফাওকাল এসে রিসোর্টে তালা দিয়ে যান। এরপর থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ।

সবশেষে শুক্রবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর শহরের শিমুলতলী এলাকার মউবাগ মসজিদের উল্টোপাশের একটি ৫তলা ভবনের বাসা থেকে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।