কারাগারের জেলারকে অবরুদ্ধ করে কারারক্ষীদের বিক্ষোভ, নেপথ্যে যে কারণ

খাগড়াছড়ি কারাগারের জেলার আক্তার হোসেন শেখকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে কয়েকজন কারারক্ষী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি কারাগারে এ ঘটনা ঘটে। কয়েকঘণ্টা অবরুদ্ধ থাকার পর স্থানীয় প্রসাশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় কারা এলাকা ত্যাগ করেন তিনি। বিক্ষুদ্ধ কারারক্ষীরা জানায়, দুর্নীতি, অনিয়ম ও বিভিন্ন কালেঙ্কারীর অভিযোগে জেলার আক্তার হোসেনকে চট্টগ্রামে বদলি করে কারা অধিদপ্তর। নিজের অনিয়ম ঢাকতে নিরপরাধ কারারক্ষীদের বিভিন্ন জেলায় বদলি করানো হয়। বৃহস্পতিবার দুপুরে শেষ কর্মদিবসে দায়িত্ব হস্তান্তরের সময় আক্তারের রোষানলে পড়া কয়েকজন কারারক্ষী কারা ফটকে বিক্ষোভ শুরু করে।
এ সময় কারাগারের অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখা হয় আক্তার হোসেনকে। পরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তাকে অফিস কক্ষ থেকে বের করে আনা হয়। খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বিষয়টিকে ভুল বোঝাবুঝি বললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। অভিযুক্ত জেলার আক্তার হোসেন শেখ ডেপুটি জেলার মনজুরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করে কারা এলাকা ত্যাগ করলেও গণমাধ্যমের কথা বলেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেল সুপার শাহিন মিয়া। এদিকে, কারাগারে জেলারকে আটকে রেখে বিক্ষোভের খবর শোনার পর ভুক্তভোগী অনেকে এসে অভিযোগ করেন।
জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক বাপ্পী দাশ জানান, জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রদলের রাজনীতি করায় তাকে কারাবরণ করতে হয়। এ সময় সিট বাণিজ্য করে তার পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় জেলার আক্তার। এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ করবেন। অন্য ভুক্তভোগী অনেকে টাকা না দেয়ার কারা অভ্যন্তরণে বন্দীদের মারধর, নির্যাতন ও হয়রানির অভিযোগ করেন বিদায়ী জেলার আক্তার হোসেনের বিরুদ্ধে।