পটুয়াখালীতে জামায়াতপন্থী আইনজীবীদের উপর বিএনপিপন্থী আইনজীবীদের হামলা

পটুয়াখালীতে জামায়াতপন্থী আইনজীবীদের উপর বিএনপিপন্থী আইনজীবীদের হামলার অভিযোগ উঠেছে। এতে এক পাবলিক প্রসিকিউটরসহ তিনজন আইনজীবী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটার(পিপি) ও জামায়াত নেতা এডভোকেট রুহুল আমিন, পৌর জামায়াতের ৬নং ওয়ার্ডের সহ সভাপতি এডভোকেট মো. মহিউদ্দিন ও জামায়াত কর্মী গাজী মোহাম্মদ হুমায়ূন কবির। এরমধ্যে গুরুতর আহত এডভোকেট রুহুল আমিনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
জানা গেছে, আগামী ২৭ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ৯ টি পদে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ সময় ছিল। এতে জামায়াত সমর্থিত জেলা ল ইয়ার্স কাউন্সিল উক্ত ৯ টি পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে ৬ টি পদে মনোনয়নপত্র বিক্রি করে নির্বাচন কমিশন। তবে বাকি তিনটি পদ, সাধারণ সম্পাদক সহ-সভাপতি, সদস্য পদে মনোনয়ন চাইলে জামায়াত সমর্থিত ল ইয়ার্স কাউন্সিল আইনজীবীদের উপর হামলা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা। এদিকে নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট মোহসীন উদ্দিন তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং বাকি দুজন নির্বাচন কমিশন বিএনপি সমর্থিত আইনজীবী।
এ বিষয়ে জামায়াত সমর্থিত জেলা ল ইয়ার্স কাউন্সিলের সদস্য ও জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন,’ আমাদের জামায়াতের ল ইয়ার্স কাউন্সিল সবকটি পদের জন্য মনোনয়ন সংগ্রহ করতে গেলে তিনটি পদে মনোনয়ন বিক্রি করেনি নির্বাচন কমিশন। উল্টো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা আমাদের তিন আইনজীবীর উপর অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে আহত পিপি অ্যাডভোকেট রুহুল আমিন বলেন,’আমরা একটি সুন্দর নির্বাচনের জন্য প্যানেল দিয়েছিলাম তবে মনোনয়ন ফরম কিনতে গেলে বিএনপি পন্থী উগ্র আইনজীবীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়
অভিযোগের বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ সালাহউদ্দিন বলেন,’ তাদের পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। আমরা কোনো হামলা করিনি এবং জানিও না। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
এ ব্যাপারে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতি-২০২৫ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মোহসীন উদ্দিন বলেন,‘ জেলা জামায়াতের আমির নিজে উপস্থিত থেকে মনোনয়ন দাখিল করে গিয়েছেন। এবং তাদের উপর হামলার ঘটনায় আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। এছাড়া তিনটি পদে মনোনয়ন বিক্রি করেনি এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’