সাঈদীর মুত্যু স্বাভাবিক না মেডিকেল কিলিং, যে নতুন তথ্য দিলেন আজাহারী

সাঈদীর মুত্যু স্বাভাবিক না মেডিকেল কিলিং, যে নতুন তথ্য দিলেন আজাহারী

আমরা এখনো জানি না, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু স্বাভাবিক ছিল, নাকি মেডিকেল কিলিং ছিল- বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে ইসলামী সমাজকল্যাণ পরিষদ আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের পঞ্চম ও শেষ দিনে প্রধান মুফাসসিরের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আজহারী বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী শিরক-বিদআতের আস্তানা তছনছ করে দিয়েছিলেন।

তিনি আজীবন ইসলামকে বিজয়ী হিসেবে দেখতে চেয়েছেন। তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে। তিনি বলেন, আমাদের জন্মের পর থেকে এ রকম সুন্দর সময় আমরা পাইনি। তাই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু স্বাভাবিক নাকি হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখতে হবে।

তদন্ত কমিটির রিপোর্ট গণমানুষের কাছে জানাতে হবে। আজহারী মঞ্চে উঠবেন রাতে, আগেই ভরে গেছে ময়দান অধ্যক্ষ নজরুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন- অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন- চট্টগ্রাম নগর জামায়াত আমির শাহজাহান চৌধুরী, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, সাঈদীপুত্র মাওলানা শামীম সাঈদী প্রমুখ।