কোথায় লুকিয়ে আছে মমতাজ, যা বললেন তার তৃতীয় স্বামী

কোথায় লুকিয়ে আছে মমতাজ, যা বললেন তার তৃতীয় স্বামী

মমতাজ বেগম সংগীতশিল্পী হিসেবে বেশি পরিচিত ছিলেন। গত দুই দশক ধরে নানাভাবে আলোচনায় আসেন তিনি। ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের এমপি হন।

২০১৮ সালে নৌকার মনোনয়নে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ ২০২৪ সালে নৌকার মনোনয়ন পান। কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মমতাজ।

এরপর আওয়ামী লীগের রাজনীতিতে বেশ কোণঠাসা হয়ে পড়েন তিনি। জানা যায়, তার নির্বাচনি এলাকা সিংগাইরে যাওয়া একেবারেই ছেড়ে দেন তিনি।

এ অবস্থার মধ্যেই পতন ঘটে শেখ হাসিনার। আর এরপর থেকে প্রায় নিখোঁজ হয়ে যান মমতাজ বেগম। কোথায় হদিস মেলেনি তার। এমনকি তার তৃতীয় স্বামীও জানেন না তিনি এখন কোথায় আছেন।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের আগেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সপরিবারে সিংগাপুরে পাড়ি জমিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে মানিকগঞ্জের আদালত ও সদর থানায় চারটি মামলা রয়েছে। এছাড়া দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় তার ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

শুধু জাহিদ মালেক নন, মানিকগঞ্জের সাবেক আরও চার সংসদ-সদস্য এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের ১১টি বাড়িও পরিত্যক্ত। তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি, হত্যা, নাশকতা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ-সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে পৃথক তিনটি হত্যা মামলাসহ অর্ধডজন মামলা রয়েছে। এ কারণে সিংগাইরের জয়মন্টপের প্রাসাদসম বাড়ি এবং ঢাকার বাসা ছেড়ে আত্মগোপনে রয়েছেন তিনি। জয়মন্টপের বাড়িটি এখন তালাবদ্ধ। মমতাজ দেশে আছেন কিনা তা বলতে পারছেন না তার তৃতীয় স্বামী ডা. মঈন হাসান। এছাড়া মমতাজের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। শুধু তিনি একা নন, তার অনুগত নেতাকর্মীরাও বাড়ি ছাড়া।

কিন্তু সাবেক এই এমপির সিংগাইরের বায়রা বাইমেলের রাজপ্রাসাদসম বাড়িটি এখন ফাঁকা। তিনি কোথায় আছেন কেউ জানেন না।