কারও সাহায্য ছাড়া হাঁটার চেষ্টা খালেদার

কারও সাহায্য ছাড়া হাঁটার চেষ্টা খালেদার

বৃটেনের হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। ছেলেসহ স্বজনদের কাছে পেয়ে তিনি এখন মানসিকভাবেও উজ্জীবিত। তাকে নিয়মিত থেরাপি দেয়া হচ্ছে। কারও সাহায্য ছাড়া একা হাঁটার চেষ্টা করছেন।

 পুরো চিকিৎসা শুরুর আগে পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। কয়েকদিনে প্রয়োজনীয় প্রায় সব পরীক্ষা শেষ হয়েছে। ফলাফল হাতে পেতে কয়েকদিন সময় লাগবে। খালেদা জিয়ার চিকিৎসা সংশ্লিষ্টরা জানিয়েছেন, থেরাপি দেয়ার পর তিনি একা হাঁটার চেষ্টা করছেন। ছেলে তারেক রহমান, দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান, নাতনিসহ স্বজনদের সান্নিধ্যে সময় কাটাচ্ছেন খালেদা জিয়া। ছেলে তারেক রহমান মা’কে হাসপাতালে সময় দিচ্ছেন।

তিনি নিজেই বাসায় তৈরি করা খাবার নিয়ে যাচ্ছেন হাসপাতালে। দিনের প্রায় পুরো সময়ই তিনি হাসপাতালে মায়ের সঙ্গে থাকছেন। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন মানবজমিনকে বলেন, ৮ই জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। শনিবার এবং রোববার বন্ধ থাকে। এজন্য এ দু’দিন কোনো পরীক্ষা হয়নি।

সোমবার কিছু পরীক্ষা হয়েছে। আগামী দুই-তিনদিনের মধ্যে সব পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার কথা। এরপর লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ডের সদস্যরা বসে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদের জানান, বেগম জিয়া কারও সাহায্য ছাড়া একা হাঁটতে পারছেন। রোববার তিনি এই তথ্য জানান।

 ডা. জাহিদ জানান, চিকিৎসক প্যাট্রিক কেনেডি খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করছেন। তাকে ফিজিওথেরাপি দেয়া হচ্ছে। ওদিকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী জানান, লন্ডনের ডাক্তাররা বলেছেন- দেশে খালেদা জিয়ার চিকিৎসা আন্তর্জাতিক মানের হয়েছে। তিনি বর্তমানে কারও সাহায্য ছাড়াই হাঁটতে পারছেন। ওদিকে খালেদা জিয়ার খোঁজ নিতে ক্লিনিকের সামনে প্রতিদিন ভিড় করছেন বিএনপি’র স্থানীয় নেতাকর্মীরা।