বরিশাল ড্যাবের  মিডিয়া উইং শাখার আহ্বায়ক হলেন ডাঃ তানজিরুল ইসলাম,সদস্য সচিব ডাঃ শাহেদুর রহমান  রিজন

বরিশাল ড্যাবের  মিডিয়া উইং শাখার আহ্বায়ক হলেন ডাঃ তানজিরুল ইসলাম,সদস্য সচিব ডাঃ শাহেদুর রহমান  রিজন

স্টাফ রিপোর্টার: বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বরিশাল মিডিয়া উইং শাখার  ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে আহ্বায়ক করা হয়েছে ডাঃ তানজিরুল ইসলামকে এবং সদস্য সচিব করা হয়েছে ডাঃ শাহেদুর রহমান রিজনকে

অদ্য  (১লা জানুয়ারি ) ড্যাবের জেলা কমিটির সভাপতি ডাঃ মোঃ কবিরুজ্জামান ও সাধারণ সম্পাদক ডাঃ আবদুল মুনয়েম সাদ 
 এবং শের-ই বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি 
ডাঃ নজরুল  ইসলাম ও সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ কমিটিতে ৩ জন যুগ্ন- আহ্বায়ক ও ১২ জনকে সদস্য করা হয়েছে। যুগ্ন - আহ্বায়করা হলেন, ডাঃ জাহিদুল ইসলাম জাহিদ  ডাঃ সৈয়দ ইমরান আশফাক সিসিল, ডাঃ তাওহীদ হোসেন। 

সদস্যরা হলেন,ডাঃ কাসেদুল ইসলাম নয়ন, ডাঃ মাকলুকুর রহমান, ডাঃ নজরুল ইসলাম, ডাঃ তৌফিক এলাহি আহাদ,ডাঃ হাসিবুর রহমান,ডাঃ মাহফুজুর রহমান শিমুল,ডাঃ রাকিবুল হাসান সুজন, ডাঃ রিফাত হোসাইন, ডাঃ আহসান তারেক শোয়েব, ডাঃ মেহেদী সুজন, ডাঃ সাবিকুর সিফাত, ডাঃ মোর্শেদ আকন।