জুলকারনাইন সায়েরকে ক্ষমা চাইতে বিএনপির কেন্দ্রীয় নেতার আল্টিমেটাম

প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরকে ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা প্রার্থনার জন্য আল্টিমেটাম দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। এই নেতার অভিযোগ, তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য পোস্ট করেছেন সায়ের।
হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আজ শনিবার জিকে গউছ এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অভিযোগ, গত ২১ ডিসেম্বর তাঁকে ও তাঁর ভাইদের নিয়ে জুলকারনাইন সায়ের নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে মিথ্যা তথ্য পোস্ট করেছেন।
৪৮ ঘণ্টার মধ্যে পোস্টটি প্রত্যাহার না করলে সাইবার আইনে মামলা করবেন বলেও হুঁশিয়ারি দেন জিকে গউছ।
সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল ইসলাম, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরীসহ বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।