নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা পুতুল চন্দ্র রায়কে আটক করে রাজধানীর শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার সন্ধ্যার পর তাকে চায়ের দোকান থেকে আটক করা হয়। আটককৃত ছাত্রলীগ নেতা পুতুল চন্দ্র রায় কেন্দ্রীয় ছাত্রলীগের জয়-লেখক কমিটির স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার পর টিএসসিতে চা খেতে এসেছিলেন পুতুল চন্দ্র রায়। এসময় উপস্থিত শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে আটক করে রাখেন।
পরে খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে আসলে তাদের হাতে তুলে দেন তারা। পরে প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানায় সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর ও সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ দৈনিক জনকন্ঠকে বলেন, তাকে সাধারণ শিক্ষার্থীরা চিনতে পেরে আটক করে। পরে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেয়। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।