অভ্যন্তরীণ দ্বন্দ্বে জাহাঙ্গীর কবির নিহত

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জাহাঙ্গীর কবির নিহত

জয়পুরহাটের কালাইয়ে ছেলের বউকে গালিগালাজের প্রতিবাদ করায় প্রাণ গেল শ্বশুর জাহাঙ্গীর কবির (৫০)। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বেলগড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীন কবির কালাই উপজেলার বেলগড়িয়া গ্রামের মৃত মোজাম মন্ডলের ছেলে। আর আটক আহসান নবী একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আহসান নবী নামে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে আটক নবী নিহত জাহাঙ্গীরের ছেলে সবুজ মিয়ার স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দিচ্ছিলেন। এরই জেরে শনিবার সকালে বাড়িতে জাহাঙ্গীর তার ছেলে, ছেলের মা ও ছেলে বউকে গালিগালাজ করে মাঠে আলুর কাজ করতে যায়। পরে ছেলে সবুজও মাঠে গিয়ে বাবার সঙ্গে কাজ করেন। এরপর দুপুর আড়াইটার দিকে বাবা-ছেলে বাড়িতে আসার জন্য রওনা দেন। এসময় রাস্তায় তাদের সঙ্গে দেখা হয় প্রতিবেশী আহসান নবীর।

এ সময় সে অযাচিত তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে জাহাঙ্গীর তাকে গালিগালাজ করলে উত্তেজিত হয়ে হাতে থাকা কোদাল দিয়ে জাহাঙ্গীরের পিঠে ও ঘাড়ে কোপ দেয়। এসময় জাহাঙ্গীর মাটিতে লুটিয়ে পড়ে গেলে সে পা দিয়ে বুকে আঘাত করতে থাকে। এসময় ছেলে সবুজ মিয়া তার বাবাকে বাঁচাতে নবীর ওপর ঝাঁপিয়ে পড়ে মারধর করতে থাকে। একপর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এসে জাহাঙ্গীরকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় জাহাঙ্গীর।