ব্যানারে ছোট অক্ষরে বিএনপি নেতার নাম লেখায় কয়েক দফায় সংঘর্ষ

ব্যানারে ছোট অক্ষরে বিএনপি নেতার নাম লেখায় কয়েক দফায় সংঘর্ষ

ব্যানারে ছোট অক্ষরে নাম লেখাকে কেন্দ্র করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় নেতা-কর্মীদের লাঠি ও ধারাল অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পৌর শহরের কুঠিবাড়ি সড়ক, থানা মোড় ও বাজার সড়ক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যানারে ছোট অক্ষরে নাম লেখাকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে

। কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর লাঠি-সোটা হাতে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতা-কর্মীরা। এ সময় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের ব্যানারে লেখা নাম ছোট অক্ষরে হওয়ায় ফারুক কবির আহমেদের সঙ্গে থাকা নেতা-কর্মীরা উত্তেজিত হয়। এক পর্যায়ে ব্যানারটি তারা খুলে ফেলেন। এ নিয়ে উভয়ের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে দলীয় কার্যালয়ে অবস্থানের সময় আমাদের ওপর হামলার চেষ্টা করে ফারুকের সমর্থকরা। এ সময় আমরা তাদেরকে ধাওয়া করি। এছাড়া অন্য কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে জানতে জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদের মোবাইলে যোগাযোগ করলে ফোনও বন্ধ পাওয়া যায়।

 তবে তার সমর্থিত এক নেতা মামুনুর রশিদ মামুন জানান, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদ সাহেবের ঝিল পাড়ার বাসা ভাঙচুর করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম সাংবাদিকদের জানান, কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্তক অবস্থায় রয়েছে।