চিকেন নেকের নিরাপত্তা নিয়ে মুখ খুললো ভারত

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শিলিগুড়ি করিডোর নিরাপদ আছে। তিনি শুক্রবার ৬১তম রেইজিং ডে উপলক্ষে শিলিগুড়িতে সশস্ত্র সীমা বল (এসএসবি)’র সদরদপ্তরে যান।
এটি রানিডাঙ্গা শহরের বারে অবস্থিত। এসএসবি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। সেখানে অমিত শাহ শিলিগুড়ি করিডোরের কৌশলগত গুরুত্ব জোর দিয়ে তুলে ধরেন। বলেন, ভারত উপমহাদেশের একটি ‘স্ল্লিমেস্ট’ অংশ হলো এই শিলিগুড়ি করিডোর। এটি ভারতের বাকি অংশের সঙ্গে পুরো উত্তরপূর্বাঞ্চলকে যুক্ত করেছে। এসএসবি’র হাতে নিরাপদ আছে এই অঞ্চল।
অমিত শাহ আরও বলেন, এ অঞ্চলে এসএসবি’র উপস্থিতি আমাদের আস্থা বাড়িয়েছে। আমরা বলতে পারি এই করিডোর নিরাপদ আছে। এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ। এতে বলা হয়, শিলিগুড়ি করিডোর চিকেন নেক নামেও পরিচিত।
এর উত্তরে নেপাল। দক্ষিণে বাংলাদেশ। এই চিকেন নেক প্রায় ২৪ কিলোমিটার চওড়া। চীন সীমান্ত থেকে এর দূরত্ব ২০০ কিলোমিটারের কম। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে সৃষ্ট উত্তেজনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দায়িত্বশীল অনেক মাধ্যম থেকে এই চিকেন নেক নিয়ে আলোচনা করা হয়েছে।
টেলিগ্রাফের রিপোর্টে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার এই চিকেন নেক নিয়ে দেয়া পোস্ট ও পরে তা মুছে ফেলার বিষয়ও তুলে ধরা হয়। এর প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যে প্রতিবাদ জানিয়েছেন, তাও রিপোর্টে উল্লেখ করা হয়।