যেকারণে গ্রেফতার হলেন না ওবায়দুল কাদের?

যেকারণে গ্রেফতার হলেন না ওবায়দুল কাদের?

আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম।

জানা যায় পুলিশ ও ডিসির সহায়তা নিয়ে ভারতে পালিয়ে যান কাদের 

আজ মঙ্গলবার তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, ওবায়দুল কাদের তিন মাস দেশে ছিলেন। কেন তাঁকে গ্রেপ্তার করা হয়নি সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং প্রতিবেদন দিতে বলা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। আদালতের নির্দেশ পাওয়ার পরও সহযোগিতা না করলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের পদক্ষেপের বিষয়েও জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল।