ভারতে গরুকে ধর্ষণ এই ঘটনাটি সাম্প্রতিক নয়, ২০১৯ সালের

সম্প্রতি, ‘ভারতে গরুকে ধর্ষণ, যুবক গ্রেফতার’ শীর্ষক শিরোনামে মূলধারার অনলাইন গণমাধ্যম জাগোনিউজ২৪ এর প্রতিবেদনের স্ক্রিনশট ও অন্যান্য ফটোকার্ড সাম্প্রতিক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এখানে এখানে
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতে গরু ধর্ষণের এই ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০১৯ সালে ভারতের গুজরাটের আহমেদাবাদে এক যুবক কর্তৃক গরু ধর্ষণ ও তার গ্রেফতার হওয়ার উক্ত ঘটনাটিকে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত স্ক্রিনশট ও ফটোকার্ড পর্যবেক্ষণ করে প্রচারিত একটি স্ক্রিনশটে মূলধারার অনলাইন গণমাধ্যম জাগোনিউজ২৪ এর লোগো দেখতে পাওয়া যায়। উক্ত লোগোর সূত্র ধরে গণমাধ্যমটির ওয়েবসাইটে ২০১৯ সালের ১৭ এপ্রিল ‘ভারতে গরুকে ধর্ষণ, যুবক গ্রেফতার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালে ভারতের গুজরাটে রাজ্যের আহমেদাবাদে গরু ধর্ষণের ঘটনায় সে সময় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। লালু পাটনি নামের ওই যুবকের বয়স সে সময় ২২ বছর ছিল।
এছাড়াও, ভারতীয় গণমাধ্যম এর The Wall এর ওয়েবসাইটে ২০১৯ সালের ১৭ এপ্রিল ‘গুজরাটে গরু ধর্ষণ, গ্রেফতার যুবক’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও নিশ্চিত হওয়া যায় যে, ভারতের গুজরাটের আহমেদাবাদে গরু ধর্ষণের উক্ত ঘটনাটি ২০১৯ সালের।
অর্থাৎ, উপরিউক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, গরু ধর্ষণের উক্ত ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। তাছাড়া, সাম্প্রতিক সময়ে একই দাবিতে গণমাধ্যম সূত্রে কোনো সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, ভারতে ২০১৯ সালে গরু ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতারের বিষয়টিকে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।