আওয়ামী লীগ নেতকর্মীদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে: নানক

আওয়ামী লীগ নেতকর্মীদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে: নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সারা দেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে। দেশের বিভিন্ন স্থানে চলছে চাঁদাবাজির মহোৎসব। দেশের প্রায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর বিএনপি ও তাদের মিত্রদের অত্যাচার নির্যাতনের পাশাপাশি এখন নতুন করে যুক্ত হয়েছে মিথ্যা মামলায় গ্রেপ্তার। শুক্রবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, ’আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের গলা কেটে হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের খুন, বাসাবাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করছে বিএনপি ও তার মিত্ররা।

বাংলাদেশের বিভিন্ন এলাকায় একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কোন মামলা হচ্ছে না গ্রেপ্তার করা হচ্ছে না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ড. ইউনূস অবৈধ ভাবে ক্ষমতা দখল করে হত্যা অগ্নিসংযোগ ও লুটপাট শুরু করেছে। সাধারণ মানুষের জীবনের শান্তি-স্বস্তি কেড়ে নিয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আকাশ ছোঁয়া। সেদিকে নজর না দিয়ে, আওয়ামী লীগ নিধনে নেমেছে অবৈধ সরকার। তিনি আরও বলেন, আসন্ন দূর্গা পূজার মূর্তি ভাঙচুর করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হচ্ছে। থানা লুটপাটকারী ও অবৈধ অস্ত্রধারীদের ধরা হচ্ছে না।

 এই জঙ্গি সন্ত্রাসী খুনিদেরকে অবাধে সাধারণ মানুষ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের খুন করতে এক রকম সুযোগ করে দেয়া হয়েছে। ১৫ বছরের কিশোর থেকে শুরু করে ৯০ বছরের বৃদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী গ্রেপ্তার থেকে রেহাই পাচ্ছেন না বলেও অভিযোগ করেন জাহাঙ্গীর কবির নানক।