আন্দোলন দমনে জন্য হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা নেন মনিরুল

আন্দোলন দমনে জন্য হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা নেন মনিরুল

আন্দোলন দমনে হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা আনেন বলে অভিযোগ উঠেছে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এসবি) মনিরুল ইসলাম এর বিরুদ্ধে। 

কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৫ কোটি টাকা আনার তথ্যটি ‘ভুয়া’ বলে দাবি করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এসবি) মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘২৫ কোটি টাকা আনতে হলে কয় বস্তা লাগবে? সেটা আনার ক্ষেত্রে তো অন্তত দুটি পিকআপ লাগার কথা। টাকা যদি এনেই থাকি তাহলে সিসি ক্যামেরা আছে। সেখানে নিশ্চয়ই তথ্য থাকবে। যারা তদন্ত করছেন বের করুক। আমার বক্তব্য হলো, এটা ভুয়া। টাকা আনার কোনো ঘটনাই ঘটে নাই।’

‘আর আমি পালিয়ে যাইনি। পালাবোও না। আমি দেশেই ছিলাম, দেশেই আছি। ভবিষ্যতে দেশেই থাকবো। তবে, দীর্ঘদিন জঙ্গিবিরোধী কার্যক্রমে যুক্ত ছিলাম। 

৫ আগস্ট সরকার পতনের পর অনেক সন্ত্রাসী, জঙ্গি জামিনে মুক্তি পেয়েছেন। যাদের আমি নিজের হাতে গ্রেপ্তার করেছিলাম। তারা আমাকে এখন হুমকি দিচ্ছে। আমি তো এখন পুলিশের কেউ নই। আমাকে অবসরে পাঠানো হয়েছে। আমি এখন স্বাধীন। তাই কোথায় আছি সেটা তো ব্যক্তিগত। তবে, দেশেই আছি। নিরাপত্তার স্বার্থে সরকারি বাসায় ফিরিনি।’

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা পোস্টের পক্ষ থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এসব কথা বলেন।

‘আমি ৪ আগস্ট গণভবন থেকে ২৫ কোটি টাকা নিয়ে এসেছি, ৫ তারিখে অফিসে যাইনি। অন্য সহকর্মীরা টাকাটা মেরে দিয়েছে’— এমনটাই অভিযোগ। আমি আসলে টাকা আনিনি। এটা ভুয়া অভিযোগ
মনিরুল ইসলাম