যুবদলের নতুন কর্মসূচি ঘোষণা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় ঘটে যাওয়া গুম, খুন, হত্যার অভিযোগে নতুন কর্মসূচি ঘোষণা করে যুবদল।
গত ১৫ বছরে হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন-জখম, ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হাজারের অধিক শিশু- ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে আগামীকাল বুধবার (২১ আগস্ট) ২০২৪ যুবদল সব জেলা/ মহানগরে এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ইতোমধ্যে কর্মসূচি সফলভাবে পালন করার নির্দেশনা প্রদান করেছেন।