রাজনীতি মুখ্য নয়, আমার মা বাড়ি যেতে চান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, 'আমার মা ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করেন নি, দেশের জন্য করেছেন। তিনি দুই মেয়াদ আগেও রাজনীতি থেকে অবসর নিতে চেয়েছিলেন, এমনকি প্রতিবার নির্বাচনের আগে আমাকেও বারবার বলেছেন দেশে ফিরে রাজনীতিতে যোগ দিতে। কিন্তু আমাদের পরিবারের কারোরই ক্ষমতার জন্য রাজনীতি করার লক্ষ্য ছিল না।' শুক্রবার (৯ আগস্ট) রাতে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন সজীব ওয়াজেদ জয়।
শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফেরার সুযোগ পেলে আবারও সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন কিনা, এনডিটিভির উপস্থাপিকা এমন প্রশ্ন করেছিলেন জয়কে। জয় বলেন, 'শেখ হাসিনা দেশের নিরাপত্তা ও প্রগতির জন্য যা যা করেছেন, তা কেউ অস্বীকার করতে পারবে না। তাঁর ক্ষমতার ১৫ বছর দেশের স্বর্ণালী সময় ছিল। কিন্তু এখন তাঁর কাছে রাজনীতি আর কোনো মুখ্য বিষয় নয়। তিনি শুধু বাড়ি যেতে চান।'