আসলেই কি এটা শেখ হাসিনার ব্রা ?  (ভিডিও সহ )

আসলেই কি এটা শেখ হাসিনার ব্রা ?  (ভিডিও সহ )


সোমবার হাসিন বাংলাদেশ ছাড়ার পর সেখানে লুঠতরাজ চালিয়েছিল দুষ্কৃতিরা। শাড়ি থেকে শুরু করে গয়না, আসবাব, এমনকী বাথরুমোর কোমোডও ছাড়েনি কেউ। চুরি করে নিয়ে গিয়েছিল। মুরগি, হাঁসের মতো জিনিস গণভবন থেকে বাড়ি নিয়ে যাওয়ার ছবি সামনে আসে। তবে এখানেই থেমে থাকেনি বাংলাদেশের তরুণ সমাজ। একটা ছবিতে দেখা গিয়েছিল, হাসিনার ব্রা চুরি করেছে। সেগুলো হাতে নিয়ে প্রকাশ্যে ছবিও তোলেন। তখনও এভাবে লজ্জায় মুখ লুকিয়েছিল বাঙালি।

তবে এই ব্যবহার করা ব্রাটি শেখ হাসিনার কিনা তা আমরা নিশ্চিত হতে পারিনি। 

বাংলাদেশের পরিস্থিতি অশান্ত হতেই সোমবার পদত্যাগ করেন শেখ হাসিনা। তারপর তাঁকে আশ্রয় দেওয়া হয়েছে ভারতবর্ষেই। নানা ধরনের জল্পনা চলছে এখন শেখ হাসিনাকে ঘিরে। কখনও শোনা যাচ্ছে তিনি ইংল্যান্ড যাবেন তো কখনও ইউরোপ। এরই মাঝে বাংলাদেশের দেওয়ালে দেওয়ালে হাসিনাকে নিয়ে চলছে কটুক্তি, নোংরামি। যা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিরষ্কার করলেন তসলিমা নাসরিন।

সুত্রঃ হিন্দুস্তান টাইমস