কোটা আন্দোলনকারীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

কোটা আন্দোলনকারীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনকারীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে। এতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার (১৭ জুলাই) সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সম্মুখে মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। মঙ্গলবার (১৬ জুলাই) টানা ৬ ঘণ্টা মহাসড়ক অবরোধ করা রাখা হয়েছিল। জানা যায়, কোটা সংস্কারের দাবি ও ঢাকাসহ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিচারের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীরা। এ সময় রাত ৯টা পর্যন্ত সড়ক অবরোধের ঘোষণা দেয় তারা। ববির কোটা সংস্কার আন্দোলনকারীর সমন্বয়ক সুজয় শুভ বলেন, আমাদের ভাইদের ওপর হামলা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। আমাদের দাবি জানাতে আসছিলাম।

 ভাইদের যে রক্তাক্ত করা হয়েছে তার প্রতিবাদে ববি আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে রেখেছে।ইংরেজি বিভাগের শিক্ষার্থী অনিকা সিথি বলেন, বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আমরা সবসময় আন্দোলন করছি। কোটা ব্যবস্থার কারণে হাজারো মেধাবী শিক্ষার্থী দেশ ছাড়ছেন। মেধাবীদের দেশে অবস্থান থেকে দেশের সম্পদে পরিণত হোক যেটা সবাই চায়। আমরা দ্রুত এই কোটাপদ্ধতির সংস্কার চাই। এদিকে সড়ক অবরোধে সকল যানবাহন আটকে পড়ে যায়। ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ। কুয়াকাটা থেকে আসা এক যাত্রী বলেন, সড়ক অবরোধে আমাদের যানবাহন আটকে পরে আছে। যাতায়াতের অনেক কষ্ট হয় আমাদের। দ্রুত সময়ের মধ্যে এ আন্দোলনের একটা সমাধান দরকার, যাতে সাধারণ জনগণের ভোগান্তি কমে যায়।

 আন্দোলনকারীদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আবু সালেহ মুহাম্মদ হাসিবুল্লাহ, বাংলা বিভাগের মৃত্যুঞ্জয় রায় ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার মৌ প্রমুখ।